হোম > জাতীয়

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ছাড়াল ৭ হাজার

আজকের পত্রিকা ডেস্ক­

যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ রাজধানীসহ সারা দেশে গ্রেপ্তার সাত হাজার ছাড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জন ‘ডেভিল’ গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডেভিল হান্টে ১০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে মামলা ও পরোয়ানার অভিযোগে ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৮৫ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ৯০৭ জনসহ মোট ১ হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় সাত হাজারজন। ওই দিন মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাদের গ্রেপ্তারের পাশাপাশি যারা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করছে।

শুধু অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ১০ ফেব্রুয়ারি ৩৩৪ জন, ১১ ফেব্রুয়ারি ৬০৭, ১২ ফেব্রুয়ারি ৫৯১, ১৩ ফেব্রুয়ারি ৫৬৬, ১৪ ফেব্রুয়ারি ৫০৯, ১৫ ফেব্রুয়ারি ৪৭৭, ১৬ ফেব্রুয়ারি ৩৮৯, ১৭ ফেব্রুয়ারি ৫২৯, ১৮ ফেব্রুয়ারি ৫০৬, ১৯ ফেব্রুয়ারিতে ৫৩২, ২০ ফেব্রুয়ারি ৪৯২, ২১ ফেব্রুয়ারি ৪৬১, ২২ ফেব্রুয়ারি ৭৬৯ এবং ২৩ ফেব্রুয়ারি ৫৮৫ জনসহ মোট ৭ হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেপ্তারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন সারা দেশে সামগ্রিকভাবে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে