বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সিলেটে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট হাইটেক পার্কে সাংবাদিকদের সঙ্গে সেনাপ্রধান মতবিনিময় করবেন। —আইএসপিআর
এর আগে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হলে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও উদ্ধার সরঞ্জাম না থাকায় জেলা প্রশাসক সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান।
গত শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান পানিবন্দী মানুষকে উদ্ধারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ১৭ পদাতিক ডিভিশন সিলেটের জেনারেল অফিসার কমান্ডিং বরাবর চিঠি পাঠান। এরপর থেকেই সেনাবাহিনী বন্যাকবলিত মানুষকে উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনী ছাড়াও বন্যাকবলিত মানুষকে উদ্ধারে কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী ও পুলিশ।