হোম > জাতীয়

ভুলে ভরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতির নাম অসম্পূর্ণ ও বানানেও ভুল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক’ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতির নাম অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল আলম। অথচ বিজ্ঞপ্তিতে ‘মোহাম্মদ বিল্লাল’ উল্লেখ করা হলেও ‘আলম’ অংশটি বাদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের নামে ‘মোহাম্মদ’ অংশটি বাদ দেওয়া হয়েছে। তিনি চিকিৎসক ও একজন অধ্যাপক সেটিও উল্লেখ করা হয়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ–এর নামের বানান ‘শরফুদ্দিন’ লেখা হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ– স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের নামের বানান লেখা হয়েছে ‘আর্সেনাল’।

পরে তথ্য অধিদপ্তরের পাঠানো তথ্য বিবরণীতেও একই ভুল করা হয়।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির