হোম > জাতীয়

আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ আনবেন না, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নাশকতার অভিযোগে ২০১৩ সালে শাহবাগ থানায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় জামিন আবেদনের ওপর শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদুল হক। 

এ মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এর আগে তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ আজ হাজির হলে আদালত মামলার বিষয়ে জানতে চান। আদালত বলেন, ‘প্রতিবেদন দিতে এত সময় নিচ্ছেন কেন? এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারবেন না?’ তদন্ত কর্মকর্তা বলেন, ‘এ মামলায় অনেক আসামি। অনেক সময় প্রয়োজন।’ 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, এ মামলার আসামি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে। আদালত বলেন, ‘সে আমেরিকা গেছে নাকি ইসরায়েল গেছে, এসব আমরা দেখব না।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, এরা তো (বিএনপি) আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। এ সময় হাইকোর্ট বলেন, ‘আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ কোর্টে আনবেন না। এসব কোর্টের বাইরের বিষয়। এভাবে কোর্টের পরিবেশ নষ্ট করবেন না। কোর্ট তো ১৮ কোটি মানুষের।’ পরে আদালত দুই মাস সময় দেন।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির