হোম > জাতীয়

আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ আনবেন না, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় নাশকতার অভিযোগে ২০১৩ সালে শাহবাগ থানায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় জামিন আবেদনের ওপর শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদুল হক। 

এ মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এর আগে তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ আজ হাজির হলে আদালত মামলার বিষয়ে জানতে চান। আদালত বলেন, ‘প্রতিবেদন দিতে এত সময় নিচ্ছেন কেন? এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারবেন না?’ তদন্ত কর্মকর্তা বলেন, ‘এ মামলায় অনেক আসামি। অনেক সময় প্রয়োজন।’ 

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, এ মামলার আসামি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে। আদালত বলেন, ‘সে আমেরিকা গেছে নাকি ইসরায়েল গেছে, এসব আমরা দেখব না।’ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, এরা তো (বিএনপি) আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। এ সময় হাইকোর্ট বলেন, ‘আগুন-সন্ত্রাসের প্রসঙ্গ কোর্টে আনবেন না। এসব কোর্টের বাইরের বিষয়। এভাবে কোর্টের পরিবেশ নষ্ট করবেন না। কোর্ট তো ১৮ কোটি মানুষের।’ পরে আদালত দুই মাস সময় দেন।

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

নির্ধারিত সময়ে নির্বাচন হবে—দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা সরকারের

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে