প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল প্রদানের অভিযোগে সৌদি আরব থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাঁদেরকে গ্রেপ্তার করে।
আগামীকাল রোববার দুপুরে এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিস্তারিত তুলে ধরবেন বলে জানান তিনি।