হোম > জাতীয়

তিন দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। আজ তাঁরা বিদ্যালয়ে গেছেন, কিন্তু পাঠদান কার্যক্রমে অংশ নেননি বলে জানা গেছে।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে গতকাল সোমবার থেকে এই কর্মবিরতি কর্মসূচি চলছে। এই কর্মসূচির কারণে দুদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হয়নি।

জানতে চাইলে মোর্চাভুক্ত বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, ‘আমাদের দাবি আদায়ে আজ দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাসে এলেও শিক্ষকেরা শ্রেণি কার্যক্রমে অংশ নেননি।’

আনিসুর রহমান দাবি করেন, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত।

আনিসুর রহমান বলেন, কর্মসূচি পালনের পাশাপাশি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তবে সব দাবি পূরণ হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন, প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতির দাবিতে শিক্ষকেরা এই পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন।

এই তিন দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে ও প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে ও সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে