হোম > জাতীয়

জামায়াতের কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতের কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আজ সোমবার তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এই আবেদন করেন। পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ঠিক করে দেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হবে। 

জানতে চাইলে আবেদনকারীর আইনজীবী তানিয়া আমীর আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু তাদের নিবন্ধন না থাকার রায় এখনো বলবৎ আছে। যাতে গত ১০ বছর তারা কোনো কর্মসূচি পালন করতে পারছিল না। ১০ বছর পর হঠাৎ তারা সমাবেশ করল–এ রকম যাতে আর করতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা চেয়েছি।’ 

ব্যারিস্টার তানিয়া আমীর আরও বলেন, ‘নিবন্ধন ফেরত পাওয়ার দাবি তারা কেবল আদালতে করতে পারে। যেহেতু এটি বিচারাধীন। অথচ তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে অন্যায়ভাবে আদালতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। বিষয়টি নিয়ে ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দিয়েছে। এটি আদালত অবমাননা। আমরা তাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও করেছি। আদালত ৩১ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন।’ 

এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন। এরপর রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করে দলটি। যা এখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর