হোম > জাতীয়

সামনে ভারতকেই বাংলাদেশের দালালি করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এমনকি উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। ফলে ভারতকেই বাংলাদেশের দালালি করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই উল্লেখ করে মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। উন্নয়নের জোয়ারে পাশের ভারতকেও আমরা বিভিন্ন সূচকে পেছনে ফেলেছি। তাই বাংলাদেশ ভারতের দালাল নয়। সামনে উল্টো ভারতকেই আমাদের দালালি করতে হবে।

আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকৃত ইসলামের অনুসারী, উল্লেখ করে মন্ত্রী বলেন, ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করে। তাই তাঁরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাতে বাধা দেন। অথচ অনেক ইসলামি দেশেই ভাস্কর্য আছে। তাঁদের মূল এজেন্ডা হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এই ষড়যন্ত্রে কিছু বিদেশি এজেন্সিও যুক্ত আছে। এই স্বাধীনতার বিরোধীদের উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করা। তাঁদের এই ষড়যন্ত্র রুখতেই শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার চেতনা গড়ে তোলার মাধ্যমে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি