হোম > জাতীয়

সিইসির নির্দেশের পরও সাংবাদিকদের ব্রিফ করলেন না ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি কমিশনকে অবহিত করা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য নির্বাচন কমিশনাররা, ইসির সংশ্লিষ্ট সব শাখাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন ইসি সচিব জাহাংগীর আলম। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের ব্রিফ করার নির্দেশ দিলেও তিনি শোনেননি।

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হলে সাংবাদিকদের এড়িয়ে সচিব নিজ কক্ষে চলে যান। বিষয়টি নিয়ে কথা বলতে সাংবাদিকেরা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে যান। সাংবাদিকদের উপস্থিতিতেই সিইসি ইন্টারকমে ফোন করে সচিবকে গণমাধ্যমে ব্রিফ করার জন্য বলেন। 

ঘণ্টাখানেক পর সিইসির কক্ষ প্রবেশ করেন সচিব। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে নিজের কক্ষে যাওয়ার সময় সাংবাদিকেরা আবারও তাঁকে ব্রিফ করার কথা বললে তিনি বলেন, ‘এটি আমাদের ইন্টারনাল মিটিং ছিল। কমিশন কিছু নির্দেশনা দিয়েছে। সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

এ বিষয়ে ইসি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার সচিবকে টেলিফোনে সংবাদ সম্মেলন করতে বলেছেন। কিন্তু উনি সিইসির নির্দেশনা অমান্য করে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ইসি সচিবের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার বাধা। আমরা বিষয়টি সাংগঠনিকভাবে সিইসিকে জানাব।’ 

ইসি সূত্রে জানা যায়, আজকের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কী কী প্রস্তুতি সম্পন্ন হয়েছে তা সংশ্লিষ্ট শাখাপ্রধানেরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কমিশনকে অবহিত করেন। তফসিল ঘোষণার আগে ও পরে কোন সময়ে কী কী কাজ করতে হবে, সেসবের পাশাপাশি বাজেট নিয়েও সভায় আলোচনা হয়।

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান