হোম > জাতীয়

প্রবাসীদের দেশে না আসার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট (ধরন) প্রতিরোধে বিদেশে থাকা প্রবাসীদের কর্মস্থলে থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

জাহিদ মালেক বলেন, বিদেশে যারা কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে, তাদের প্রতি অনুরোধ আপনারা স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারবো না। 

আজ বুধবার বেলা ১২টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এইডস দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশপথে নির্দেশনা জারি করা হয়েছে, যেন ওমিক্রন দেশে প্রবেশ করতে না পারে। সকলের সহযোগিতা পেলে আমরা সফল হব। 

জাহিদ মালেক বলেন, কোয়ারেন্টিনে জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোতে লোকজন অনেক কম। তাই অনেকগুলো আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে। আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারান্টাইনের ব্যবস্থা করছি।  

এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার সনদ দেখাতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে সমস্ত যাত্রী আফ্রিকা থেকে আসবে বাধ্যতামূলকভাবে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছি। একই সঙ্গে তাদেরকে ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। এ ছাড়া যেকোনো দেশ থেকেই করোনা টেস্ট ছাড়া কেউ আসলে তাদেরকে অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।    

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু