হোম > জাতীয়

মানবাধিকারের রাজনীতিকীকরণ অধিকার রক্ষায় সহায়ক নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মানবাধিকারের আওতাধীন বিষয়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা মানুষের অধিকার রক্ষায় সহায়ক হয় না বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর উপলক্ষে আজ শনিবার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ কথা বলেছে। 

মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে আগামীকাল রোববার ঢাকায় পৌঁছাবেন। তাঁর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের ওপর অন্যায্য চাপ সৃষ্টির জন্য মহলবিশেষের চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়। 

মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিত, আইনি ব্যবস্থার উন্নতি এবং তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যকর করার ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলো তুলে ধরতে এই সফর একটি সুযোগ হয়ে দেখা দেবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশে এটাই প্রথম আনুষ্ঠানিক সফর বলে দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

মিশেল ব্যাচেলেট ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। 

জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ-এর চেয়ারম্যান নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 বাংলাদেশ মানুষের খাদ্য, বাসস্থান ও উন্নয়নের অধিকার রক্ষায় কাজ করে বলে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখানে শপিং মল ও বিদ্যালয়ে কেউ খুন হয় না। দৃশ্যত যুক্তরাষ্ট্র ও এইচআরডব্লিউ-এর প্রতি ইঙ্গিত করে মন্ত্রণালয় এ কথা বলেছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, গত বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলার দাবি জানায় হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ১০টি আন্তর্জাতিক সংগঠন। 

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, হাইকমিশনার মিশেল ব্যাচেলেট যদি পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও প্রবণতার সমালোচনা এবং সংস্কার দাবি করতে ব্যর্থ হন, তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাঁর নীরবতাকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য কাজে লাগাবে। এতে মানবাধিকার কর্মীদের ছোট করা হবে। 

গুম, নির্যাতন, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করা উচিত বলে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে। 

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় শনাক্ত ৩১, গ্রেপ্তার ৯

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলায় শনাক্ত ৩১

হাত ধোয়ার ব্যবস্থা নেই ৪৮ শতাংশ বিদ্যালয়ে

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে