হোম > জাতীয়

টাইম ম্যাগাজিনের ‘উদীয়মান ১০০ প্রভাবশালীর’ তালিকায় উপদেষ্টা নাহিদ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে ‘হান্ড্রেড নেক্সট’ তালিকায় ঠাঁই দিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবছরই এই তালিকায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য বিশ্বের ১০০ জন উদীয়মান প্রভাবশালী ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। এবার এই তালিকায় নেতৃত্বের ক্যাটাগরিতে আছেন নাহিদ ইসরলাম।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, ২ অক্টোবর প্রকাশিত তালিকাটিতে উপদেষ্টা নাহিদ সম্পর্কে বলা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের বেশি বয়সী হতে হয়নি। সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সূচনা করা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ।’ 

নাহিদ সম্পর্কে আরও বলা হয়েছে, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো এখনো সামনে রয়েছে। নাহিদ ইসলাম হলেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই জেনারেশন-জেড মন্ত্রীদের একজন। ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে যে গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা মেরামত করাই তাঁদের কাজ।’ 

নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ সদস্যদের একজন। ঢাকা শহরের বাসিন্দা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। 

টাইম-হান্ড্রেড নেক্সট তালিকা উদীয়মান বিশ্বনেতাদের নিয়ে তৈরি হয়, যারা ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন গড়েছে। এই বছরের তালিকাটিতে নেতৃত্বের বৈচিত্র্য রয়েছে। এবারের তালিকায় অর্ধেকেরও বেশি নারী।

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব

সহিংসতার ধারাবাহিকতায় নাগরিক অধিকার ও নিরাপত্তা চরম ঝুঁকিতে: আসক

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ