হোম > জাতীয়

দেশি বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ ফি কার্যকর হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি শিল্পী দিয়ে দেশীয় বিজ্ঞাপন নির্মাণ করলে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা করে ফি দিতে হবে। এ ছাড়া এ ধরনের বিজ্ঞাপন প্রচার করলে টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞাপন প্রতি এককালীন বিশ হাজার টাকা করে সরকারকে দিতে হবে।

সচিবালয়ে বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে বিজ্ঞান চিত্র নির্মাতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব ফি আদায়ের বিষয়টি কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়।

সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে গত ৩১ মে সংশোধিত জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পী অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা এবং সে ধরনের বিজ্ঞাপন প্রচারের সময় টেলিভিশনগুলোকে প্রতিটি বিজ্ঞাপনের জন্য এককালীন বিশ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। 

 এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব