হোম > জাতীয়

দেশি বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ ফি কার্যকর হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি শিল্পী দিয়ে দেশীয় বিজ্ঞাপন নির্মাণ করলে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা করে ফি দিতে হবে। এ ছাড়া এ ধরনের বিজ্ঞাপন প্রচার করলে টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞাপন প্রতি এককালীন বিশ হাজার টাকা করে সরকারকে দিতে হবে।

সচিবালয়ে বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে বিজ্ঞান চিত্র নির্মাতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব ফি আদায়ের বিষয়টি কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়।

সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে গত ৩১ মে সংশোধিত জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পী অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা এবং সে ধরনের বিজ্ঞাপন প্রচারের সময় টেলিভিশনগুলোকে প্রতিটি বিজ্ঞাপনের জন্য এককালীন বিশ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। 

 এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক