হোম > জাতীয়

দেশি বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ ফি কার্যকর হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি শিল্পী দিয়ে দেশীয় বিজ্ঞাপন নির্মাণ করলে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা করে ফি দিতে হবে। এ ছাড়া এ ধরনের বিজ্ঞাপন প্রচার করলে টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞাপন প্রতি এককালীন বিশ হাজার টাকা করে সরকারকে দিতে হবে।

সচিবালয়ে বুধবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে বিজ্ঞান চিত্র নির্মাতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব ফি আদায়ের বিষয়টি কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়।

সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে গত ৩১ মে সংশোধিত জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশি পণ্যের বিজ্ঞাপনে বিদেশি শিল্পী অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে নির্মাতাকে প্রতি বিদেশি শিল্পীর জন্য দুই লাখ টাকা এবং সে ধরনের বিজ্ঞাপন প্রচারের সময় টেলিভিশনগুলোকে প্রতিটি বিজ্ঞাপনের জন্য এককালীন বিশ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। 

 এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল