হোম > জাতীয়

জাতীয় জিন ব্যাংকের জন্য সুপারিশমালা তৈরি করতে উপদেষ্টা পরিষদ কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

জাতীয় জিন ব্যাংকের নির্মাণাধীন ভবন। ছবি: সংগৃহীত

জাতীয় জিন ব্যাংকের স্থাপনার যথোপযুক্ত ব্যবহারের সুপারিশ দিতে পরিকল্পনা উপদেষ্টাকে আহ্বায়ক করে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ২৮ মে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে কমিটিতে সদস্য করা হয়েছে।

কমিটিকে সরকারি ব্যয় না বাড়িয়ে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

জিন ব্যাংকে এক বা একাধিক জাতের গাছের বীজ, পোলেন, কীটপতঙ্গ, প্রাণীর সিমেন, ওভাম, ডিম বা ভ্রূণ বা রেণু, অণুজীব বা গাছের কাটিং বা বীজহীন উদ্ভিদ ইত্যাদি জেনেটিক উপাদান ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা হয়।

গত ৫ সেপ্টেম্বর জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ নীতিমালাটি অনুমোদন না দিয়ে তা পরিমার্জন করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আহ্বায়ক করে একটি কমিটি করে দিয়েছে।

খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলিসম্পদসমূহের (জেনেটিক রিসোর্সেস) গুরুত্ব অনুধাবন ও টেকসই ব্যবহারের লক্ষ্যে এই নীতিমালা করছে সরকার।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী