হোম > জাতীয়

জাতীয় জিন ব্যাংকের জন্য সুপারিশমালা তৈরি করতে উপদেষ্টা পরিষদ কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

জাতীয় জিন ব্যাংকের নির্মাণাধীন ভবন। ছবি: সংগৃহীত

জাতীয় জিন ব্যাংকের স্থাপনার যথোপযুক্ত ব্যবহারের সুপারিশ দিতে পরিকল্পনা উপদেষ্টাকে আহ্বায়ক করে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ২৮ মে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে কমিটিতে সদস্য করা হয়েছে।

কমিটিকে সরকারি ব্যয় না বাড়িয়ে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

জিন ব্যাংকে এক বা একাধিক জাতের গাছের বীজ, পোলেন, কীটপতঙ্গ, প্রাণীর সিমেন, ওভাম, ডিম বা ভ্রূণ বা রেণু, অণুজীব বা গাছের কাটিং বা বীজহীন উদ্ভিদ ইত্যাদি জেনেটিক উপাদান ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা হয়।

গত ৫ সেপ্টেম্বর জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ নীতিমালাটি অনুমোদন না দিয়ে তা পরিমার্জন করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আহ্বায়ক করে একটি কমিটি করে দিয়েছে।

খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলিসম্পদসমূহের (জেনেটিক রিসোর্সেস) গুরুত্ব অনুধাবন ও টেকসই ব্যবহারের লক্ষ্যে এই নীতিমালা করছে সরকার।

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম