হোম > জাতীয়

তফসিলের আগ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। আজ মঙ্গলবার কমিশনের ২৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার তালিকার সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হওয়া যাবে না। তবে নাগরিকেরা তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবে।’ 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারযোগ্য নাগরিকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দিয়েছিল কমিশন। এই সময়ে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করারও সুযোগ ছিল। এখন আর কেউ সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হতে পারবে না। তবে সারা বছরই এনআইডি পাওয়া যাবে। এই সময়ে ৩০ হাজারের মতো নাগরিক তাঁদের ঠিকানা পরিবর্তনের আবেদন করেছে বলে জানা গেছে। 

ইসি জানায়, এখন নতুন করে ভোটারযোগ্য যেসব নাগরিক আবেদন করবেন তাঁরা আপাতত এনআইডি পাবেন। পরে যখন হালনাগাদের কাজ করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় এঁদের নাম যুক্ত হয়ে যাবে। 

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এর মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা