হোম > জাতীয়

তফসিলের আগ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। আজ মঙ্গলবার কমিশনের ২৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার তালিকার সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হওয়া যাবে না। তবে নাগরিকেরা তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবে।’ 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারযোগ্য নাগরিকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দিয়েছিল কমিশন। এই সময়ে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করারও সুযোগ ছিল। এখন আর কেউ সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হতে পারবে না। তবে সারা বছরই এনআইডি পাওয়া যাবে। এই সময়ে ৩০ হাজারের মতো নাগরিক তাঁদের ঠিকানা পরিবর্তনের আবেদন করেছে বলে জানা গেছে। 

ইসি জানায়, এখন নতুন করে ভোটারযোগ্য যেসব নাগরিক আবেদন করবেন তাঁরা আপাতত এনআইডি পাবেন। পরে যখন হালনাগাদের কাজ করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় এঁদের নাম যুক্ত হয়ে যাবে। 

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এর মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির