হোম > জাতীয়

তফসিলের আগ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন করা যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। আজ মঙ্গলবার কমিশনের ২৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার তালিকার সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হওয়া যাবে না। তবে নাগরিকেরা তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবে।’ 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারযোগ্য নাগরিকদের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার হওয়ার আবেদন করার সুযোগ দিয়েছিল কমিশন। এই সময়ে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করারও সুযোগ ছিল। এখন আর কেউ সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার হতে পারবে না। তবে সারা বছরই এনআইডি পাওয়া যাবে। এই সময়ে ৩০ হাজারের মতো নাগরিক তাঁদের ঠিকানা পরিবর্তনের আবেদন করেছে বলে জানা গেছে। 

ইসি জানায়, এখন নতুন করে ভোটারযোগ্য যেসব নাগরিক আবেদন করবেন তাঁরা আপাতত এনআইডি পাবেন। পরে যখন হালনাগাদের কাজ করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় এঁদের নাম যুক্ত হয়ে যাবে। 

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এর মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন