হোম > জাতীয়

ঈদের আগে-পরে ৫ দিন করে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর এবার সব ধরনের নৌযান ও লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ হলো। পবিত্র ঈদুল আজহার আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ।

বিআইডব্লিউটিএর জনসংযোগ শাখার উপপরিচালক মোবারক হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। ঈদের পরের পাঁচ দিন পর্যন্ত এটি বহাল থাকবে। অর্থাৎ আগামী ১৫ তারিখ পর্যন্ত কোন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা যাবে না। তবে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা যাবে। আগামী ১৬ তারিখ থেকে আবার লঞ্চ ও নৌযানে মোটরসাইকেল বহন করা যাবে।’

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন সারা দেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। তবে ‘যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে’ পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।

গত রোববার মহাসড়কে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকার। আসন্ন ঈদে অনেক বাইকার নিজের মোটরসাইকেলে চড়ে বাড়ি যেতে চান। এ অবস্থায় মহাসড়কের পর নৌযান ও লঞ্চে মোটরসাইকেল নিষিদ্ধ হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে তাদের মধ্যে।

মহাসড়কে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর গত মঙ্গলবার এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাইকারদের একটি অংশ মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে তারা অভিযোগ তোলে, বাসমালিকদের আয় কমে যাওয়ার শঙ্কার কারণেই মোটরসাইকেলের ক্ষেত্রে এসব নতুন সিদ্ধান্ত আসছে।

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ