হোম > জাতীয়

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অর্থবহ সংলাপের আহ্বান মার্কিন প্রতিনিধিদলের

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে মার্কিন প্রাক-নির্বাচনী মিশন। চলতি মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকা সফর করে যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি যৌথ প্রতিনিধিদল। সেই সফরের পরিপ্রেক্ষিতেই নির্বাচন ইস্যুতে সংলাপের আহ্বান জানিয়েছে তারা। 

যুক্তরাষ্ট্রে ফিরে প্রতিনিধিদলটি মোট পাঁচটি মতামত তুলে ধরেছে। সেখানে প্রথমেই নির্বাচন ইস্যুতে সংলাপের আহ্বান করা হয়েছে। পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের আহ্বানও জানানো হয়েছে। প্রতিনিধিদল তাদের দ্বিতীয় প্রস্তাবে নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করেছে। সেই সঙ্গে সম্মান জানাতে বলা হয়েছে সব নাগরিকের ভিন্ন মতকেও। 

মার্কিন নির্বাচনী মিশন তাদের তৃতীয় প্রস্তাবে অহিংসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। সব শেষে দেশের সব রাজনৈতিক দলকে অর্থবহ ও সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনার প্রক্রিয়াকে শক্তিশালী করে। এ ছাড়া দেশের নাগরিকেরা যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সফরে মার্কিন নির্বাচনী মিশন সরকারি কর্মকর্তা, বাংলাদেশ নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি, সংসদের বর্তমান ও সাবেক নারী সদস্য, যুব ও প্রতিবন্ধী ব্যক্তি, ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থা-সংগঠনের প্রতিনিধিরা, গণমাধ্যমের প্রতিনিধি, আইনজীবী সম্প্রদায়ের সদস্য ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। 

প্রতিনিধিদলটিতে আইআরআইয়ের কো-চেয়ার ও ইউএসএইডের সাবেক উপপ্রশাসক বনি গ্লিক, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফুর্থ, মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জেফার, আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও, এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক মনপ্রীত সিং আনন্দ। এর বাইরে প্রতিনিধিদলের সঙ্গে এনডিআই ও আইআরআইয়ের প্রযুক্তিগত ও অন্যান্য বিশেষজ্ঞরা যোগ দেন।

আরও পড়ুন—

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ