হোম > জাতীয়

করোনা চিকিৎসায় নতুন বড়ির অনুমোদন, তৈরি হবে দেশেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিড চিকিৎসায় অ্যান্টিভাইরাল বড়ির অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দেশেই উৎপাদনের জন্য কয়েকটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার রাতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন আজকের পত্রিকাকে জানান, দেশে করোনা চিকিৎসায় মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ির জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 

গত ৪ নভেম্বর যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দিয়েছে। তবে শুধু ১৮ বা এর বেশি বয়সীদের জন্য কোভিড চিকিৎসায় এই বড়ি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার। এর একদিন পরই কোভিড চিকিৎসায় নিজেদের উৎপাদিত মুখে খাওয়ার (অ্যান্টি-ভাইরাল) ক্যাপসুলকে ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোভিড টিকা প্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফাইজার। 

মার্কিন ওষুধ কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকের মোলনুপিরাভির অ্যান্টিভাইরাল বড়ি বাজারে নিয়ে এসেছে। এটি মুখে খাওয়ার ওষুধ। 

এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ওষুধ কোম্পানি এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করেছে। এর মধ্যে এসকেএফ, স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান রয়েছে। 

ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. আইয়ুব হোসেন জানিয়েছেন, দেশের কয়েকটি প্রতিষ্ঠান মোলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। অধিদপ্তর প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এর মধ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দেশে মোলনুপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমতি পেয়েছে বলে জানান তিনি।

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান