হোম > জাতীয়

করোনায় আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৯৪ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকালও ১৮ জনের মৃত্যু এবং ৬১৭ জন রোগীর শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এর আগে জুনের শেষ নাগাদ থেকে আগস্টের শেষ নাগাদ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮২১টি সক্রিয় ল্যাবে ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করলে ৭৯৪ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। 

যেখানে গতকাল ৮২১টি সক্রিয় ল্যাবে ২১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করলে ৬১৭ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ। 

সর্বশেষ ২১ ফেব্রুয়ারি শনাক্তের হার ২ শতাংশে নেমেছিল। এরপর ক্রমেই বেড়েছে। এপ্রিল-মে মাসে কিছুটা কমলেও পরের মাসগুলোতে টানা উর্ধ্বমুখী ছিল। জুলাই মাসে চূড়ায় ওঠে। আগস্টের শুরু থেকে ক্রমান্বয়ে শনাক্তের হার কমতে শুরু করে। সে হিসাবে গতকাল দেশে কোভিড রোগী শনাক্তের হার আট মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। 

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। এই বিভাগে বিভাগে গত এক দিনে ৭ জন কোভিড রোগী মারা গেছেন। এ ছাড়া চট্টগ্রামে ৫ জন, রাজশাহী, খুলনা ও বরিশালে এক জন করে ৩ জন এবং সিলেটে ৩ জন মারা গেছেন। আর এ সময় রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি। 

এক দিনে করোনায় মৃত ১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৮ আর নারী ১০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১-৮০ বছর বয়সী ৫ জন, ৬১–৭০ বছর বয়সী ৫ জন, ৫১–৬০ বছর বয়সী ২ জন, ৪১-৫০ বছর বয়সী ৫ এবং ৩১-৪০ বছর বয়সী ১ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৮৩৪ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৯১ জন করোনা রোগীর। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির