হোম > জাতীয়

আফগানিস্তান থেকে ২ বাংলাদেশি কাতারে ৩ জন তাজিকিস্তানে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তান থেকে পাঁচ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সরাসরি কাতারে নিয়ে যাওয়া হয়েছে। আর তিনজন বাংলাদেশি গতকাল রোববার তাজিকিস্তানের পৌঁছেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে পাঁচজনকে আফগানিস্তান থেকে বের করা হয়েছে। দুজন আজ সোমবার কাতারে পৌঁছেছেন। আর তিনজন রোববারই তাজিকিস্তানে পৌঁছেছেন। চেষ্টা চালানো হচ্ছে, যাকে যেভাবে পারা যাচ্ছে সেভাবে ব্যবস্থা হচ্ছে। 

এদিকে আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের বাংলাদেশি কর্মীদের বিষয়ে জানতে চাইলে ব্র্যাক এক বিবৃতিতে জানায়, কর্মীরা নিরাপদ আছেন। কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায়, পূর্ব নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য তাঁরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। 

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর বিভিন্ন দেশের এবং আফগানিস্তানের বহু নাগরিকেরা দেশ ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। সব মিলিয়ে আফগানিস্তানের প্রায় ২৭ জন বাংলাদেশি আটকা ছিলেন। সেখান থেকে পাঁচজনকে বের করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কোনো সুনির্দিষ্ট সংখ্যা এখনই দেওয়া সম্ভব নয়। তাসখন্দে বাংলাদেশ মিশন বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। বর্তমানে কাবুলসহ বিভিন্ন শহরে বাংলাদেশিরা অবস্থান করছেন। এর মধ্যে কাবুলেই সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশই ট্রানজিট দিতে রাজি হয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান