হোম > জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে রয়েছে। এ মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে।

আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন।

প্রতিবেশী দুই দেশের (ভারত ও মিয়ানমার) সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের পর্যায়ে আছে। রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই।

চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্রসচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোনো জোট গঠন করছি না আমরা।’

বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়—এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি।

তৌহিদ হোসেন জানান, এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে, তা দেশগুলোর নামের কারণে। এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। এ বৈঠকের তেমন বিশেষত্ব নেই, এমনটা বোঝাতে চেয়ে তিনি বলেন, ভারতও যদি নেপালসহ একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, বাংলাদেশ তা করবে।

ভারতের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, দেশটিকে টার্গেট করে কুনমিংয়ের ত্রিপক্ষীয় উদ্যোগটি নেওয়া হয়েছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, অবশ্যই অন্য কোনো দেশকে টার্গেট করে বৈঠকটি করা হয়নি।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান থেকে রওনা হওয়া ২৬ জন বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন। পাকিস্তান সরকার তাঁদের করাচি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবে। এরপর তাঁরা আকাশপথে দেশে ফিরবেন। যুদ্ধবিরতি হওয়ায় আপাতত অনেকে আর দেশে ফিরতে চান না।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন