হোম > জাতীয়

সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল: ডিএনসিসি-বোরাককে চুক্তি চূড়ান্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জমিতে বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের নির্মিত বহুতল ভবন বণ্টনের চুক্তি চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নির্দেশ দেন। 

আদালত আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন। এ ছাড়া আগামী ৯ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। 

শুনানিতে সিটি করপোরেশনের আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের জায়গায় যতগুলো ভবন নির্মিত হয়েছে, তার কোনোটিতেই ২২ শতাংশের বেশি সিটি করপোরেশন পায়নি। বোরাক থেকে এই ভবনের প্রথমাংশের ৩০ শতাংশ পেয়েছি। আর ওপরের ১৫ তলা থেকে ২৮ তলা পর্যন্ত ৪০ শতাংশ চুক্তিবদ্ধ হয়েছি। এই চুক্তিতে আমরা সন্তুষ্ট।’ 

বোরাক রিয়েল এস্টেটের আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, ‘বিষয়টি একটি সেটেলমেন্টে এসেছে। এখন কোর্টের একটা আদেশ পেলে তাদের পাওনা বুঝিয়ে দেব।’ আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ। 

এর আগে ‘সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের জায়গায় বহুতল ভবন নির্মাণের জন্য ঢাকা সিটি করপোরেশন ও বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে গত ১১ জুন রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। ওই রুলের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দেন সংশ্লিষ্টরা।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন