ঢাকা: মালয়েশিয়ার সেলাঙ্গরের মুকিম ও ডেংকিল এলাকায় অভিযান চালিয়ে ৩০৯ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল রোববার (২০ জুন) দিবাগত মধ্যরাতে একযোগে অভিযান চালিয়ে দেশটির অভিবাসন বিভাগ তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১০২ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় ৭১৫ জনকে জেরা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদের মধ্য থেকে ৩০৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৮০ জন পুরুষ ও ২৯ জন নারী। তাঁদের বয়স ২০ থেকে ৫০–এর মধ্যে। বাংলাদেশি ছাড়া বাকিদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ার, ৮ জন মিয়ানমারের, ৪ জন ভিয়েতনামের নাগরিক। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
কুয়ালালামপুরে বাংলাদেশ মিশন বাংলাদেশিদের আটকের বিষয়টি এরই মধ্যে ঢাকাকে জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এ নিয়ে চলতি মাসে দুই দফায় মালয়েশিয়ায় ১৬৪ জন বাংলাদেশিকে আটক করা হলো।