হোম > জাতীয়

ভোটার তালিকা হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তথ্য সংগ্রহ এবং ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর দিন থেকে হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে, নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত ইসি সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী, গানম্যান, পুলিশ, আনসারকেও এই সময়ে নিজ নিজ দায়িত্ব পালনের লক্ষ্যে অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন