মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, এ নীতিমালা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা হাইকোর্টে এসেছে বলে আজ সোমবার জানিয়েছেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, আমার হাতে এখনো এ রকম কোনো প্রতিবেদন আসেনি। তাই না দেখে বলতে পারব না।
এর আগে মাতৃগর্ভে থাকা শিশু ছেলে না মেয়ে, তা শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে জানা এবং প্রকাশ বন্ধে কেন নীতিমালা তৈরি করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আইনজীবী ইশরাত হাসানের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রুল জারি করেন। ওই রুলের পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর নীতিমালা তৈরি করেছে বলে জানান ইশরাত হাসান।
ইশরাত হাসান বলেন, রুল অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর কমিটি গঠন করেছিল। ওই কমিটি এই নীতিমালা করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর তা অনুমোদন করেছে। এখন বিষয়টি নিয়ে আদালতে চূড়ান্ত শুনানি হবে।
নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কোনো লেখা বা চিহ্ন বা অন্য কোনো উপায়ে শিশুর লিঙ্গ প্রকাশ করতে পারবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, চীনে আগেই এটি বন্ধ করা হয়েছে।