হোম > জাতীয়

গর্ভের শিশুর লৈঙ্গিক পরিচয় প্রকাশ করা যাবে না, নীতিমালা হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না, এ নীতিমালা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা হাইকোর্টে এসেছে বলে আজ সোমবার জানিয়েছেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, আমার হাতে এখনো এ রকম কোনো প্রতিবেদন আসেনি। তাই না দেখে বলতে পারব না।  

এর আগে মাতৃগর্ভে থাকা শিশু ছেলে না মেয়ে, তা শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে জানা এবং প্রকাশ বন্ধে কেন নীতিমালা তৈরি করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

আইনজীবী ইশরাত হাসানের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রুল জারি করেন। ওই রুলের পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর নীতিমালা তৈরি করেছে বলে জানান ইশরাত হাসান। 

ইশরাত হাসান বলেন, রুল অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর কমিটি গঠন করেছিল। ওই কমিটি এই নীতিমালা করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর তা অনুমোদন করেছে। এখন বিষয়টি নিয়ে আদালতে চূড়ান্ত শুনানি হবে। 

নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কোনো লেখা বা চিহ্ন বা অন্য কোনো উপায়ে শিশুর লিঙ্গ প্রকাশ করতে পারবে না। পার্শ্ববর্তী দেশ ভারত, চীনে আগেই এটি বন্ধ করা হয়েছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন