হোম > জাতীয়

কয়েকদিনের মধ্যে পলিথিন একেবারে বন্ধ করা হবে: কৃষি উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

পাট গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: আজকের পত্রিকা

কয়েকদিনের মধ্যে পলিথিন একেবারে বন্ধ করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাট গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কয়েকদিনের মধ্যে পলিথিন একেবারে বন্ধ করা হবে। পলিথিনের বিকল্প যেন পাট হয়। বাজারে পাটের ব্যাগ কম দাম হলে ক্রেতা আগ্রহী হয়। পাটের ব্যবহার যেন বাড়ে। পাট সবচেয়ে পরিবেশবান্ধব।’

কৃষি উপদেষ্টা বলেন, ‘এক সময় পাট থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হতো। কিন্তু এটা এখন অন্যান্য সেক্টরে চলে গেছে। আগে ময়মনসিংহ অঞ্চলে বেশি পাট চাষ হতো। এখন উৎপাদন বেশি হয় ফরিদপুর অঞ্চলে। আমাদের কৃষকেরা পাট চাষের বেশি আগ্রহী হয় না, কারণ অন্যান্য ফসলে বেশি লাভ হয়। আমরা চেষ্টা করছি কীভাবে কৃষকদের লাভবান করা যায়, পাটের উৎপাদনও বাড়ানো যায়।’

কৃষি উপদেষ্টা আরও বলেন, ‘পাটের সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছি। প্রকল্প হাতে নিচ্ছি। যাতে পাটের বীজ যেন নিজেরা উৎপাদন করতে পারি। পাটের বিভিন্ন উপাদান রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। নতুন ধরনের পাট উদ্ভাবনে কাজ করছি। উপকূলের লবণাক্ত এলাকা এবং পাহাড়ি এলাকায় কীভাবে পাঠ করা যায়, সেটা নিয়েও আমরা আলাপ করছি।’

কৃষি খাতে দুর্নীতি হলে সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কৃষি খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করবেন। যে ভুলগুলো আছে আপনারা ধরিয়ে দেবেন। দুর্নীতি হলে ধরিয়ে দেবেন।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে কৃষি সামরিকীকরণ প্রকল্পের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন—কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার প্রমুখ।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন