হোম > জাতীয়

৩ দফা দাবিতে আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে: ট্রাক শ্রমিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার না করে তিন দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। 

আর রোববার বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। 

লিখিত বক্তব্যে আব্দুল মোতালেব বলেন, জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রত্যাহার। যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার। দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্য পরিবহন যানের ওপর টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা। এই তিন দফা দাবিতে ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার-টেইলার, মিনিট্রাক ও পিকআপ ভ্যানের চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে। এই তিন দফা দাবি পূরণ না করা পর্যন্ত সারা দেশে পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোতালেব বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আমরা ধর্মঘট ডেকেছি। এখন আমরা প্রতিদিন পোশাক পরে প্রস্তুত থাকি। অথচ কেউ আলোচনার জন্য আমাদের ডাকে না। 

শ্রমিক সংগঠনটির মহাসচিব বলেন, অযৌক্তিকভাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অভিভাবক। আমরা বিষয়টি সমাধানের জন্য তাঁর বাসায় গিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। 

আপনারা কি কারও সঙ্গে বসবেন না? প্রধানমন্ত্রী দেশে আসতে দেরি আছে। তাহলে এত দিন কি ট্রাক বন্ধ থাকবে? উত্তরে তিনি বলেন, আমরা প্রতিদিন বাসা থেকে রেডি হয়ে এসে বসে থাকি কেউ আমাদের ডাকবেন বলে। ডেকে একটা সমাধান দেবেন। কিন্তু আমাদের ডাকা হয় না। আমাদের কাজ বন্ধ হয়ে আছে। আমরা তো কাজ না করে বসে থাকতে চাই না। আমাদের ডেকে সমাধান দিলে অবশ্যই আমরা কর্মসূচি প্রত্যাহার করবো। 

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার