হোম > জাতীয়

চলতি মাসেই শিশুদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় শিশুদের সুরক্ষায় চলতি মাসেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। সে অনুযায়ী পেলে এ মাসেই তাদের টিকা দেওয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ২১ কোটি টিকা কিনেছি। যা এখন প্রতি মাসেই আসছে। গতকালও ৫০ লাখ এসেছে। সব মিলিয়ে আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসে প্রায় তিন কোটি টিকা দিতে পারব বলে আশা করছি। 

জাহিদ মালেক বলেন, আমাদের ক্রয়কৃত টিকা যদি শিডিউল অনুযায়ী আসতে থাকলে আশা করা হচ্ছে প্রতি মাসেই তিন কোটির বেশি টিকা দিতে সমস্যা হবে না। চার কোটিও হতে পারে। আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে নিয়মিত টিকা পাচ্ছি। কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে আমরা টিকা কর্মসূচিতে ভালো করছি। আমরা বলেছিলাম আমাদেরকে টিকা বাড়িয়ে দেওয়ার জন্য তারাও সম্মতি দিয়েছে। 

তিনি বলেন, আমাদের স্কুল শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দেড় কোটির মতো। তাদের জন্য কোটি টিকা লাগবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের হাতে ফাইজারের টিকাও আছে। নতুন করে ৭২ লাখ ও ৯০ লাখ টিকার একটা শিডিউল আছে এই টিকার। যা শিগগিরই আসবে।

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন