হোম > জাতীয়

বাংলাদেশে সামরিক ঘাঁটি করবে না চীন: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফাইল ছবি

চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় না। আজ বুধবার বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির সূচনা করতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি করার আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত এ কথা বলেন।

আন্তর্জাতিক ক্ষেত্রে চলমান অস্থিতিশীলতার উল্লেখ করে ইয়াও ওয়ান বলেন, চীন সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চায়।

দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয়টি স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে চীন আম নিচ্ছে। এ বছর ১০০ টন আম নেওয়া হবে। একইভাবে বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ানো ও দুই দেশের কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে এ ভারসাম্যহীনতা কিছুটা কমানো যেতে পারে।

ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির সুযোগ পরীক্ষা করছে।

রাষ্ট্রদূত জানান, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি দল শিগগির বাংলাদেশ সফর করবে। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ বাড়বে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানো অব্যাহত রাখবে।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী