হোম > জাতীয়

‘লকডাউনের আগে দরিদ্র মানুষের খাদ্য নিশ্চিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাকালে প্রকৃত দরিদ্রদের তালিকা করে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘লকডাউন দেওয়ার আগে দরিদ্র মানুষের খাদ্য, ওষুধ নিশ্চিত করতে হবে। ক্ষুধায় যার ঘরে দুধের শিশু কাঁদবে, সে কখনই লকডাউন মানবে না। প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা সহায়তা দিতে হবে। তাহলেই বিপর্যস্ত মানুষ ঘর থেকে বের হবে না, লকডাউন কার্যকর হবে।’

আজ বুধবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার অর্থায়নে ১০ হাজার মানুষকে খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান বলেন, সরকার শুধু আশ্বাস দিয়ে বলে করোনার টিকা আসছে। কিন্তু, কখন আসবে, কীভাবে আসবে বা কোথা থেকে আসবে তা বলতে পারছে না। তাই করোনার টিকা নিয়ে দেশবাসীর মাঝে হতাশা বিরাজ করছে। সারা বিশ্ব যখন টিকা দিয়ে করোনা মোকাবিলা করছে, তখন আমাদের দেশ লকডাউন দিয়ে করোনা মোকাবিলা করতে চাচ্ছে। এটা কখনই যুক্তিযুক্ত নয়।

স্বাস্থ্য খাতে বরাদ্দের বিশাল অংশই লুটপাট হচ্ছে মন্তব্য করে জি এম কাদের বলেন, হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, ওষুধসহ প্রয়োজনীয় জনবলের অভাব প্রকট হয়ে উঠেছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা নেই। লকডাউন নয়, চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাপার সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে