হোম > জাতীয়

দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় অ্যাপ, আনসারের হাতে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে এ বছর দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় অ্যাপ তৈরি করছে সরকার। প্রতিটা মন্দিরে একজন আনসার সদস্যের কাছে থাকবে এই অ্যাপের দায়িত্ব।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন। তাঁদের কাছে স্মার্টফোনে আইডি, পাসওয়ার্ডসহ অ্যাপটির অ্যাকসেস দেওয়া থাকবে। তাঁরা সংশ্লিষ্ট পূজামণ্ডপের ছবি কিংবা যেকোনো তথ্য আপলোড করে প্রশাসনের কাছে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ওই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই দেখে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।

বৈঠকে উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির একজন সদস্য বলেন, অ্যাপটি শুধু আনসার সদস্যদের কাছেই থাকবে; তবে সেখানে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি রাজি হয়নি।

বৈঠক উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির আরেক সদস্য বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ৯৯৯, ১১১ ও ১০২ জাতীয় পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেকোনো নাশকতার তথ্য এই জাতীয় পরিষেবার মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে বলে জানান ওই সদস্য।

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির