হোম > জাতীয়

দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় অ্যাপ, আনসারের হাতে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে এ বছর দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় অ্যাপ তৈরি করছে সরকার। প্রতিটা মন্দিরে একজন আনসার সদস্যের কাছে থাকবে এই অ্যাপের দায়িত্ব।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন। তাঁদের কাছে স্মার্টফোনে আইডি, পাসওয়ার্ডসহ অ্যাপটির অ্যাকসেস দেওয়া থাকবে। তাঁরা সংশ্লিষ্ট পূজামণ্ডপের ছবি কিংবা যেকোনো তথ্য আপলোড করে প্রশাসনের কাছে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ওই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই দেখে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।

বৈঠকে উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির একজন সদস্য বলেন, অ্যাপটি শুধু আনসার সদস্যদের কাছেই থাকবে; তবে সেখানে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি রাজি হয়নি।

বৈঠক উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির আরেক সদস্য বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ৯৯৯, ১১১ ও ১০২ জাতীয় পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেকোনো নাশকতার তথ্য এই জাতীয় পরিষেবার মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে বলে জানান ওই সদস্য।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু