ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো একটি টাইগার মাল্টিপল লঞ্চ রকেট/মিসাইল সিস্টেম (এমএলআরএস)। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সেনাবাহিনীর একটি আর্টিলারি ইউনিটে অন্তর্ভুক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, অত্যাধুনিক টাইগার এমএলআরএস অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে দেশ গঠন ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় এবং জাতির যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতেও নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।