হোম > জাতীয়

৭ আগস্ট টিকা পাচ্ছেন না প্রসূতিরা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে আগামী ৭ আগস্ট শুরু হচ্ছে গণ টিকাদান কার্যক্রম। ১৮ বছরের ওপরে সব ধরনের মানুষ টিকা নিতে পারলেও পারছেন না প্রসূতি ও দুগ্ধ দানকারী মায়েরা। কোন টিকা দেওয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে না পারায় এই বিলম্ব বলে জানিয়েছে সরকার।

বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম।

মহাপরিচালক বলেন, প্রসূতি মায়েদের জন্য কোন টিকাটি বেশি কার্যকর তা নিয়ে গবেষণা চলছে। তবে তাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বি এম খুরশীদ আলম বলেন, যাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নেই, তারা এনআইডি অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় বাইরে টিকা বিক্রির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে খুরশীদ আলম বলেন, ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয় সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাদেরও সহযোগিতা আমরা পাব।

টিকা মজুতের প্রশ্নে তিনি জানান, অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইলে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে বলও জানান স্বাস্থ্যের ডিজি।

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, লড়েছেন মোট ২৩ আসনে

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর শোক