হোম > জাতীয়

কারখানা খুলে দেওয়ার দাবি শিল্প মালিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোশাক কারখানাসহ সব ধরনের শিল্প কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারও আবেদন করেছেন দেশের শিল্প মালিকেরা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে দেখা করে তাঁর মাধ্যমে সরকার প্রধানের কাছে এই আবেদন জানান তাঁরা। 

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করা শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, লকডাউনেও যেন সমস্ত ধরনের শিল্পকে কাজ করতে সুযোগ দেওয়া হয় আমরা এই অনুরোধ করেছি। ওনার (আনোয়ারুল) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধটা আমরা করেছি। 

চলমান লকডাউনের মধ্যে শিল্প কারখানাগুলো খোলা রাখার দাবি জানিয়ে গত ১৫ জুলাই মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন শিল্প মালিকেরা। ওই বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছিলেন তাঁরা। গত মঙ্গলবার করোনা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে এক সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, '৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলতেই থাকবে। শিল্পপতিরা অনুরোধ করেছিলেন (কারখানা খুলে দিতে) আমরা বোধ হয় সেই রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না।' 

লকডাউনের মধ্যে শিল্প কারখানা খোলার অনুরোধে মন্ত্রিপরিষদ সচিব কী বলেছেন-সেই প্রশ্নে ফারুক হাসান বলেন, মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। 

বিজিএমইএ সভাপতি আশা করছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে। তিনি বলেন, শুধু পোশাক শিল্প না, সমস্ত শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে আমরা এসেছি। এটার প্রয়োজনীয়তা আপনারা জানেন। সমস্ত শিল্পের সঙ্গে অনেক কিছুই জড়িত। সেই কারণে আমরা আবারও অনুরোধ করেছি যেন এটাকে লকডাউনের বাইরে রাখা হয়। 

কবে থেকে শিল্প কারখানাগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন-এই প্রশ্নে ফারুক হাসান বলেন, কোনো নির্দিষ্ট দিনের কথা আমরা বলিনি, আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব। যেহেতু ২৩ জুলাই থেকে লকডাউনে সবকিছু বন্ধ আছে, ঈদের আগে অলমোস্ট ১৮ / ১৯ তারিখ থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে, সবকিছু অনেক দিন বন্ধ থাকার কারণে সাপ্লাই চেইনে একটা শর্টেজ হয়। 

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতা শুরু, সংসদ ভবন এলাকা লোকারণ্য

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য