হোম > জাতীয়

ডেঙ্গু রোগী ১০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়িয়ে গেছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ২১৩ জন এবং বাইরে ২০ জন। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৫২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাইরে ৫০ জন। 

এছাড়া চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ৪৩২ জন। ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯০ জন রোগী। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। চলতি বছরের জুলাইতে ১২ জন এবং আগস্টের ৩০ দিনে ৩০ রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫ জনসহ মোট ৫২ জন। তাঁরা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। 

ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে। আর গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী।

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া