হোম > জাতীয়

চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত

বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তাঁর দেশের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার কথা তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য দেশটির সহযোগিতা চেয়েছেন।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য এবং সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া তাঁর দেশের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, শ্রীলঙ্কার সংসদ একটি নতুন আইন অনুমোদন করেছে, যা অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে দ্রুততর করবে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন।

দুই নেতা জুলাই গণ-অভ্যুত্থান এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা এবং আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ইসি একদমই কোনো চাপে নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম