বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৭ অক্টোবর থেকে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার বিমানের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের সময় ফ্লাইট বিজি ৫৯২ সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটেয় ফ্লাইট বিজি ৫৩৮ কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
যাত্রীরা এখন থেকেই বিমানের যে কোনো সেলস অফিস, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকিট কিনতে পারবেন।
বিমানের যেসব যাত্রী এই কোচ সার্ভিস গ্রহণ করবেন তাঁদের ফ্লাইট ছাড়ার কমপক্ষে ২ ঘণ্টা আগে রংপুর অথবা দিনাজপুর শহরের নির্ধারিত পিকআপ পয়েন্টে উপস্থিত থাকতে হবে।
যাত্রীদের জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পর্যন্ত বিনা খরচে এসি কোচ সার্ভিস থাকবে।