কবে ঈদুল আজহা পালন হবে, সে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে। আজ বুধবার সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
আবু বক্কর সিদ্দিক জানান, জিলহজ মাসের চাঁদ দেশের আকাশে দেখা যাচ্ছে কি না, সে জন্য আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদসংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। বৈঠকে কবে ঈদুল আজহা পালন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুন (শুক্রবার) অথবা ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।