হোম > জাতীয়

আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার প্রবাসীদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন ড. ইউনূস

বাসস, ঢাকা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশীদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। 

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রথম প্রেস ব্রিফিংকালে বলেন, ‘আমরা আশা করি, প্রধান উপদেষ্টা আগামী দুই-এক দিনের মধ্যে ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, যাতে কোনো দণ্ড ছাড়াই এসব প্রবাসীর মুক্তি নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ আলোচনার পর আটক প্রবাসীদের আরও সহায়তা প্রদান অব্যাহত রাখবে। 

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এমন বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে, এমনকি কারাদণ্ড দিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এসব ব্যক্তি যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছি।’

উপদেষ্টা প্রবাসীদের মুক্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে