হোম > জাতীয়

পঞ্চদশ সংশোধনীর বিষয়ে রায় ১৭ ডিসেম্বর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার বিষয়ে আগামী ১৭ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করে দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

গতকাল বুধবার এই বিষয়ে জারি করা পৃথক রুলের শুনানি শেষ হয়। পরে রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য আজকের দিন ধার্য করা হয়।

আওয়ামী লীগ সরকারের সময় আনা পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে পরদিন রুল জারি করা হয়। ওই রুলে ইন্টারভেনার (আদালতকে সহায়তা করতে) হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরামসহ কয়েকজন ব্যক্তি যুক্ত হন। এ ছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন পৃথক রিট করেন।

গতকাল বুধবার মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।

শুনানিতে ফিদা এম কামাল বলেন, পঞ্চদশ সংশোধনী হচ্ছে আমিত্ব, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। অতীতে চিকিৎসক, স্কলার, শিক্ষক ও আইনজীবীরা সংসদ সদস্য হতেন। এখন ৭০ শতাংশ ব্যবসায়ী। এটি অকল্পনীয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হলেও পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে তা হয়নি।

এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে বলেন, ১৯৭৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো উপায় সংবিধানে ছিল না। যে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী আনা হয় এক ব্যক্তির শাসন কায়েমের জন্য। যা সংবিধানের মূল চেতনা এবং জনগণের ইচ্ছার পরিপন্থী।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন