হোম > জাতীয়

ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন হাতীবান্ধার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল। তাতেও কাজ না হলে রিট করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রিটকারী আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেছেন। বৃহস্পতিবার আদেশের অনুলিপি হাতে পেয়েছি।’

ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকা সরাসরি চলাচল করার জন্য ‘‘বুড়িমারী এক্সপ্রেস’’ ট্রেনটি চালু হয়। কিন্তু চালু হওয়ার এক দিন পর থেকেই সেটি লালমনিরহাট টু ঢাকা চলাচল করছে। লালমনিরহাটের প্রায় ২০ লাখ মানুষ বুড়িমারী, পাটগ্রাম, বাউরা, বড়খাতা, হাতীবান্ধা, ভোটমারি, কালিগঞ্জ, তুষভান্ডার ও আদিতমারীতে বসবাস করেন। তাদের সরাসরি ঢাকা যাতায়াতের জন্য ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা নানা কর্মসূচি পালন করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েও কাজ হয়নি। যার কারণে জনস্বার্থে রিট করেছি। হাইকোর্ট রুল জারি করেছেন।’

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি