হোম > জাতীয়

খাদ্য বিভাগে বড় রদবদল

খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পরিচালকসহ খাদ্য বিভাগের মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি-ফুড), জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ (ডিসি-ফুড) বেশ কয়েকটি পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. রায়হানুল কবীরকে পরিচালক (প্রশাসন) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত পরিচালক (চলাচল, সংরক্ষণ ও সাইলো) রেজা মোহাম্মদ মহসিনকে সংগ্রহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। 

অপর এক প্রজ্ঞাপনে ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমানকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারীকে ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে বদলি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে চট্টগ্রামের ভারপ্রাপ্ত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের উপপরিচালক সাইফুল কাবির খানকে ময়মনসিংহের সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়েছে। 

এছাড়া খাদ্য অধিদপ্তরের পরিচালক (পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা) এফ এম মিজানুর রহমানকে খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সংরক্ষণ ও সাইলো) মো. তাজুল ইসলামকে খাদ্য অধিদপ্তরের পরিচালকের (পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন