হোম > জাতীয়

খাদ্য বিভাগে বড় রদবদল

খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পরিচালকসহ খাদ্য বিভাগের মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি-ফুড), জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ (ডিসি-ফুড) বেশ কয়েকটি পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. রায়হানুল কবীরকে পরিচালক (প্রশাসন) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত পরিচালক (চলাচল, সংরক্ষণ ও সাইলো) রেজা মোহাম্মদ মহসিনকে সংগ্রহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। 

অপর এক প্রজ্ঞাপনে ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমানকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারীকে ঢাকার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে বদলি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে চট্টগ্রামের ভারপ্রাপ্ত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের উপপরিচালক সাইফুল কাবির খানকে ময়মনসিংহের সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়েছে। 

এছাড়া খাদ্য অধিদপ্তরের পরিচালক (পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা) এফ এম মিজানুর রহমানকে খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সংরক্ষণ ও সাইলো) মো. তাজুল ইসলামকে খাদ্য অধিদপ্তরের পরিচালকের (পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা হচ্ছে, বদলে যাচ্ছে মহিলা-শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা