হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জাপার সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ দলটির ১৬ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপার সংসদ সদস্যদের এই সম্মিলনকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলছেন সেখানে যাওয়া দলটির নেতারা। সংক্ষিপ্ত সময়ের ওই সাক্ষাৎকালে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তাঁরা। 

এ প্রসঙ্গ জানতে চাইলে জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ শেষ হয়ে যাচ্ছে। এ উপলক্ষে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল একটু হ্যালো বলে আসা।’ 

নির্বাচন নিয়ে সেখানে কোনো কথা হয়েছে কি না—জানতে চাইলে জাপার এই নেতা বলেন, ‘আমরা তিন-চার মিনিটের মতো অবস্থান করেছি। নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। সেখানে আরও লোক ছিল। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপযুক্ত পরিবেশ সেখানে ছিল না।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন