নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালামকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার দপ্তর বদল করে রোববার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত বছরের ২০ মে থেকে শ্রম সচিবের দায়িত্বে ছিলেন সালাম। এর আগে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হবে। সালামকে শ্রম মন্ত্রণালয় থেকে বদলি করা হলেও সোমবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শ্রম সচিব হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।