হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি কার্যাকর করার ফলে বাংলাদেশ পুলিশ ইমেজ সংকটে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ভিসা নীতিতে পুলিশ ইমেজ সংকটে পড়বে না বলে আমি মনে করছি।’ আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নির্বাচন ঘিরে অস্ত্র প্রদর্শন হচ্ছে। তবে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না—এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘যখনই কোনো অস্ত্র প্রদর্শন করে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি। জাতীয় নির্বাচনের আগে আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারব।’ 

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাচ্ছি না।’ 

তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। মাঝেমধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং পুলিশও অপরাধে জড়াচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের সদস্যরা জড়িত থাকলে ব্যবস্থা হচ্ছে। তাঁকেও আমরা ছাড় দিই না। কোনো ঘটনা সংঘটিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।’ 

অস্ত্র, শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। সাধারণ মানুষ মরছে। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এমন প্রশ্নে পুলিশপ্রধান বলেন, ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হচ্ছে, সে বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এর আগেও নিয়েছি এখনো নিচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরেক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘নির্বাচনকালে যে দায়িত্ব আমাদের দেওয়া হবে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’