হোম > জাতীয়

জ্বালানি তেলের দাম কমছে লিটারে ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত জ্বালানি তেল ডিজেলে আমদানি পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স কমানোর পর কমানো হচ্ছে জ্বালানি তেলের দাম। ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই হ্রাসকৃত দাম দু-এক দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল, যা মোট জ্বালানির ৭৩ শতাংশ। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল রোববার ডিজেলে আগাম কর ৫ শতাংশ প্রত্যাহারের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে। 

মন্ত্রণালয় ও বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেল ও অকটেনের দাম ‘প্রতীকী’ কমানো হবে। এনবিআরের ভ্যাট ও ট্যাক্স ছাড়ের ফলে ডিজেলে লিটার প্রতি আমদানিতে খরচ কমেছে ২ দশমিক ৬৬ টাকা। 

সর্বশেষ গত ৫ আগস্ট বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির চাপ কমানোর কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে। ওই দিন রাত ১২টায় কার্যকর হওয়া নতুন দাম ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। 

বিপিসির তথ্য মতে, দেশে ডিজেলের বাৎসরিক চাহিদা গড়ে ৪৫–৫০ লাখ টনের মতো। ডিজেলের চাহিদার পুরোটাই আমদানির মাধ্যমে জোগান দেওয়া হয়। মোট ডিজেলের ১০ শতাংশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে এবং বাকি ৯০ শতাংশ ব্যবহার হয় যানবাহনে।যেখানে দেশে গড়ে প্রতিদিন ডিজেল বিক্রি হয় ১৩ হাজার ৬০৭ টন। 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন