হোম > জাতীয়

সৈয়দ আশরাফের তিনবার জানাজা নিয়ে বিরক্ত হয়েছিলেন শেখ হাসিনা: সোহেল তাজ

সোহেল তাজ। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা হওয়ার কথা শুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। এমন দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ‘হাটে হাঁড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্টে তিনি এমন কথা লেখেন।

সোহেল তাজ ফেসবুক পোস্টে লেখেন, ‘সৈয়দ আশরাফের ৩টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কী হয়ে গেল যে ৩টা জানাজা পড়াতে হবে? প্রতি উত্তরে কাঁচুমাচু করে ওবায়দুল কাদের আমতা-আমতা করে জবাবে বলেছিলেন, নেতা-কর্মীরা ওনাকে অনেক পছন্দ করে। আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না।’

সোহেল তাজ আরও লেখেন, ‘আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন, তা সঠিক নয়, তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন; কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে।’

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে সোহেল তাজ পোস্টে লিখেছেন, ‘“হাটে হাঁড়ি ভাঙা” সিরিজ চলবে। এখন আমার পালা।’

বিশেষ দ্রষ্টব্য দিয়ে পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, ‘নীতি-আদর্শবিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি।’

দ্বিতীয়বার বিশেষ দ্রষ্টব্য দিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট, পচা নীতি বা আদর্শবিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’

সোহেল তাজের এই পোস্টের নিচে অনেকে নেতিবাচক কমেন্ট করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেক বট আর্মি আমার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমাকে আক্রমণ করা হচ্ছে। এর পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে। কারা করছে আমি জানি। এসবের পাল্টা হিসেবে আমি আরও পোস্ট দেব। এসব পোস্টে অনেক কথা আসবে।’

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের কথোপকথনের বিষয়টি কীভাবে জানলেন, সে প্রশ্নে সোহেল তাজ আজকের পত্রিকাকে বলেন, ‘নেত্রী যখন ওবায়দুল কাদেরকে এসব কথা বলেন, তখন সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের কাছ থেকেই আমি শুনেছি।’

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত