হোম > জাতীয়

বৃক্ষরোপণ করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, বৃক্ষরোপণ শেষে সেনাপ্রধান জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় সেনাপ্রধানের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সব সদস্যরা।

অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাপ্রধান। সেই সঙ্গে রোপণকৃত বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিতে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় ১৭৮টি প্রজাতির মোট ৬৮ হাজার বৃক্ষরোপণ করা হবে। ইতিমধ্যেই ৭ হাজার চারা রোপণ করা হয়েছে। চলতি বছরে আরও ৭ হাজার চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে ৪ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে। গত ৮ জুলাই সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-১ এর উদ্বোধন করেন।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন