হোম > জাতীয়

কোনো জায়গাকে ‘হার্মফুল’ মনে হলেই লকডাউন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন চাইলেই বিশেষ লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বেশি সংক্রমণের জেলাগুলোতে বিশেষ লকডাউন নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (স্বাস্থ্য অধিদপ্তরের) চিঠিটা এখনো পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়রদের বলেই দেওয়া আছে-যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয়, সে ক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা (লকডাউন) করে দিতে পারবেন।’ 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে, উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন-চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে। আমরা ডিস্ট্রিক্টগুলোকে বলে দিয়েছি, যদি মনে করে পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকা লকডাউন করতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। 

আনোয়ারুল ইসলাম বলেন, এত দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এই সময়ে যদি পুরোপুরি লকডাউন হয় তখন কি হবে? এগুলোও বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই দেওয়া যাবে। 

সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় বিশেষ লকডাউন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। 

বিশেষ লকডাউন নিয়ে মন্ত্রিসভার কোনো অনুশাসন আছে কিনা, এই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, কেবিনেট ওই কথাই বলেছে। একটা লকডাউন চলছে, আর যদি কোনো লোকাল জায়গায় মনে হয় লকডাউন দেওয়া যাবে। গত বছরও আমরা কোনো কোনো জায়গায় লকডাউন করেছি। 

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু