হোম > জাতীয়

কোনো জায়গাকে ‘হার্মফুল’ মনে হলেই লকডাউন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন চাইলেই বিশেষ লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বেশি সংক্রমণের জেলাগুলোতে বিশেষ লকডাউন নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (স্বাস্থ্য অধিদপ্তরের) চিঠিটা এখনো পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়রদের বলেই দেওয়া আছে-যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয়, সে ক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা (লকডাউন) করে দিতে পারবেন।’ 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে, উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন-চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে। আমরা ডিস্ট্রিক্টগুলোকে বলে দিয়েছি, যদি মনে করে পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকা লকডাউন করতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। 

আনোয়ারুল ইসলাম বলেন, এত দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এই সময়ে যদি পুরোপুরি লকডাউন হয় তখন কি হবে? এগুলোও বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই দেওয়া যাবে। 

সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় বিশেষ লকডাউন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। 

বিশেষ লকডাউন নিয়ে মন্ত্রিসভার কোনো অনুশাসন আছে কিনা, এই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, কেবিনেট ওই কথাই বলেছে। একটা লকডাউন চলছে, আর যদি কোনো লোকাল জায়গায় মনে হয় লকডাউন দেওয়া যাবে। গত বছরও আমরা কোনো কোনো জায়গায় লকডাউন করেছি। 

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে