হোম > জাতীয়

কোনো জায়গাকে ‘হার্মফুল’ মনে হলেই লকডাউন: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন চাইলেই বিশেষ লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বেশি সংক্রমণের জেলাগুলোতে বিশেষ লকডাউন নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (স্বাস্থ্য অধিদপ্তরের) চিঠিটা এখনো পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়রদের বলেই দেওয়া আছে-যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয়, সে ক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা (লকডাউন) করে দিতে পারবেন।’ 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে, উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন-চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে। আমরা ডিস্ট্রিক্টগুলোকে বলে দিয়েছি, যদি মনে করে পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকা লকডাউন করতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। 

আনোয়ারুল ইসলাম বলেন, এত দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এই সময়ে যদি পুরোপুরি লকডাউন হয় তখন কি হবে? এগুলোও বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই দেওয়া যাবে। 

সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় বিশেষ লকডাউন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। 

বিশেষ লকডাউন নিয়ে মন্ত্রিসভার কোনো অনুশাসন আছে কিনা, এই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, কেবিনেট ওই কথাই বলেছে। একটা লকডাউন চলছে, আর যদি কোনো লোকাল জায়গায় মনে হয় লকডাউন দেওয়া যাবে। গত বছরও আমরা কোনো কোনো জায়গায় লকডাউন করেছি। 

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়