হোম > জাতীয়

সংবিধান অনুযায়ী এপ্রিল পর্যন্ত নির্বাচন হতে পারে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার যদি জানুয়ারির ২৯ তারিখের আগে ২৬, ২৭ বা ২৮ তারিখেও পদত্যাগ করে সংসদ ভেঙে দেয় তবে সংবিধান অনুযায়ী এপ্রিল মাস পর্যন্ত নির্বাচনের সময় আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী যদি জানুয়ারি মাসের ২৭ তারিখেও রাষ্ট্রপতিকে বলে, আপনি সংসদ বাতিল করে দেন, তাহলে সংবিধানে বলা আছে, মেয়াদ উত্তীর্ণের আগে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। জানুয়ারির ২৯ তারিখের আগে যদি ২৬, ২৭ বা ২৮ তারিখে সংসদ ভেঙে দেওয়া হয় তাহলে এপ্রিল মাসের ২৯ তারিখ পর্যন্ত নির্বাচন হতে পারে। সংবিধান অনুযায়ী কোনো বাধা নাই। সময় নাই কথাটা ঠিক না।’ 

নজরুল ইসলাম আরও বলেন, সরকারের অনেক আগেই উচিত ছিল সবার সঙ্গে আলোচনা করা, সংলাপে বসা এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা। 

আদালতের রায় না মেনে সরকারের সংশোধনী বর্তমান রাজনৈতিক সংকটের প্রধান কারণ জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারের কাছে রাষ্ট্র কিংবা জনগণের নিরাপত্তার কোনো অর্থ নাই। তার নিজের স্বার্থ নিজের নিরাপত্তা হলো গুরুত্বপূর্ণ। সেটা রক্ষা করার জন্য পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই তারা সংসদে পঞ্চদশ সংশোধনী করে ফেলল। ওই ২০১১ সালের সংশোধনীর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে শান্তি নাই।’

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক